12th Convocation

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ।

দ্বাদশ সমাবর্তনে যারা অংশগ্রহণ করতে পারবেনঃ

  • ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকারীগণ ।
  • ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রী অর্জনকারীগণ ।
  • ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীগণ ।
  • উল্লেখ্য, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকারীগণ এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীগণ, স্নাতক/স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর যেকোন একটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যঃ

  • ২২ জুন ২০২৪ হতে ১৭ জুলাই ২০২৪ তারিখ রাত ১২টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট convocation.ru.ac.bd এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফি প্রদান সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন ফি ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা (মূল সনদ, সমাবর্তন গাউন, টুপি ও স্যাষে এবং আনুষঙ্গিক ফি বাবদ)। উল্লেখ্য, সমাবর্তন কস্টিউম ফেরত দিতে হবে না।
  • রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি উক্ত ওয়েবসাইট হতে মোবাইল ব্যাংকিং(রকেট) এর মাধ্যমে প্রদান করতে হবে।
  • ফি প্রদানের Transaction ID (TrxID) টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
  • ছবি অবশ্যই সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন (৩০০×৪০০ পিক্সেল) হতে হবে।
  • ফরমটি যথাযথভাবে পূরন করার পর প্রাপ্ত PDF টির রঙ্গিন প্রিন্ট নিতে হবে।
  • সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের সময় অবশ্যই সাময়িক সনদপত্র (উত্তোলন করে থাকলে) এবং রেজিস্ট্রেশন ফরমের রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। সাময়িক সনদপত্র (উত্তোলন করে থাকলে) জমা সাপেক্ষে মূল সনদপত্র প্রদান করা হবে।
  • উল্লেখ্য, প্রদত্ত ছবি, ইমেইল এবং মোবাইল নম্বর কনভোকেশন সুভ্যেনির এ প্রকাশিত হবে ।

Helpline

  • E-mail: ru_convocation@ru.ac.bd